• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

নওগাঁয় জমি দখলের চেষ্টায় বাড়ি গুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ 

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৯ ডিসেম্বর ২০২২

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের মজিবর রহমান (৬৩) নামের একব্যক্তির জমি দখলের চেষ্টায় বসতবাড়ি ভাঙচুর ও গুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা । বুধবার (২৮ ডিসেম্বর) ভোর ৪ টায় বাঁশবাড়িয়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগী মজিবর রহমান ।
অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার ভোর রাত আনুমানিক ৪ টার সময় উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের সাইফুল ইসলাম (৪৯) এবং জনাব আলি (৫০) এর নেতৃত্বে ১০ হতে ১২ জন অঙ্গাতনামা কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী মজিবর রহমানের বসত বাড়িতে হামলা চালায়। এ সময় তারা বসতবাড়ির টিনের বেড়া, টিনের চালা এবং প্রয়োজনীয় জিনিসপত্র ভাঙচুর করে। 
এ বিষয়ে মজিবর রহমান বলেন, মাতৃসূত্রে বাঁশবাড়িয়া মৌজার খতিয়ান নং১৬২, হাল দাগ নং ৮৬৪, জমির পরিমাণ ৭৫ শতাংশের কাতে ১০ শতাংশের ওপর জনাব আলি'র সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিবাদ চলমান ছিল। উক্ত জমিতে নওগাঁ আদালতের মাধ্যমে রায় পাওয়ার পর, টিনের বাড়ি নির্মাণ করে বসবাস করছি। ঘুমে থাকা অবস্থায়,রাতের আধারে সুযোগে পেয়ে ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে এসে বসতবাড়িতে হামলা ও ভাঙচুর চালায় এতে তিন লক্ষ টাকা ক্ষতি সাধিত হয়। এ বিষয়ে অভিযুক্ত জনাব আলি স্ত্রী বলেন, আদালতে মামলা থাকা অবস্থায় কেউ জমিতে নামতে পারবে না বলে নির্দেশ দিয়েছে আদালত।তারপরও জোরপূর্বক ভাবে মুজিবুর রহমান বাড়ি নির্মাণ করে, তাই আমরা বাড়ি ভাঙচুর করি এই বলে এড়িয়ে যান। 
এ বিষয়ে কথা হলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরু-এ-আলম সিদ্দিকী বলেন, এ বিষয়ে একটি অভিযোগ আমরা পেয়েছি। অভিযোগের ভিত্তিতে সঠিক তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads